Pain during sex: প্রথম মিলনের সময় কি প্রচণ্ড ব্যথা লাগে মেয়েদের? কি বলছেন বিশেষজ্ঞরা

 

অনেকেই মনে করেন, প্রথম মিলনের সময় মেয়েরা প্রচন্ড ব্যথা পায়। মেয়েদের যোনির আকারের কারণেই নাকি এটি হয়‌। লিঙ্গের স্থুলতার তুলনায় যোনির আকার ছোট বলেই গমনের সময় প্রচন্ড ব্যথা লাগে‌‌। এমন ধারণাই প্রচলিত রয়েছে‌। 


অনেকেই মনে করেন, প্রথম মিলনের সময় মেয়েরা প্রচন্ড ব্যথা পায়। মেয়েদের যোনির আকারের কারণেই নাকি এটি হয়‌। লিঙ্গের স্থুলতার তুলনায় যোনির আকার ছোট বলেই গমনের সময় প্রচন্ড ব্যথা লাগে‌‌। এমন ধারণাই প্রচলিত রয়েছে‌। 



তবে বিশেষজ্ঞদের কথায়, এই ব্যথা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। যোনির মুখেই হাইমেন নামে একটি অঙ্গ থাকে। এটি যোনিকে ঘিরে রাখে। এই অংশটি লিঙ্গের তুলনায় ক্ষুদ্র হলে ব্যথা পাওয়ার আশঙ্কা থাকে।


তবে যোনির সাধারণ আকার তিন থেকে সাত ইঞ্চি পর্যন্ত হয়। অন্যদিকে লিঙ্গের আকার উত্তেজিত অবস্থিয় পাঁচ থেকে সাত ইঞ্চি হয়। ফলে সবসময় লিঙ্গ প্রবেশের কারণে ব্যথা হবেই, এর মানে নেই। 


তবে লিঙ্গ যোনির ভিতর ঢুকে সার্ভিক্সের গোড়া পর্যন্ত পৌঁছালে সমস্যা হয়। সার্ভিক্স পর্যন্ত লিঙ্গ পৌঁছালে ব্যথার থেকেও অস্বস্তি বেশি হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সার্ভিক্স খুব সংবেদনশীল বলে ততদূর লিঙ্গ প্রবেশ করালে সঙ্গিনীর সমস্যা হতে পারে। 


এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা আলাদা যৌন ভঙ্গি বেছে নেওয়ার কথা বলছেন। একই ভঙ্গিতে মিলিত না হয়ে অন্য ভঙ্গিতেঔ মিলিত হওয়া যেতে পারে। তাতে ব্যথার আশঙ্কাও কমে। তবে প্রথম মিলনের ব্যথা নিয়ে বেশি ভয় পাওয়ার কারণ নেই বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।

Comments

Popular posts from this blog